Jun 25, 2015


ই-কমার্স কি? ই-কমার্সের সুবিধা সমূহ

What_Is_E_Commerce1-586x236

ই-কমার্স বা ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স ব্যবস্যা হচ্ছে এমন একটি বাণিজ্যিক ক্ষেত্র, যেখানে ইলেকট্রনিক ভাবে অর্থাৎ কোন কম্পিউটার এবং ইনটারনেট সংযোগের মাধ্যমে বিভিন্ন ধরনের পন্য ক্রয় করা যায় বা বিক্রয় করা যায়। সাধারণত ই-কমার্সের মাধ্যমে বিশ্ব ব্যাপী ব্যবস্যা পরিচালনা করা যায়। তাই বর্তমান আধুনিক সময়ে ই-কমার্স পন্য ক্রয় বা বিক্রয়ের জন্য অত্যান্ত জনপ্রিয় একটি ক্ষেত্র।


ই-কমার্সের সুবিধা সমূহ

benefits-of-ecommerce

গ্রাহকদের ক্ষেত্রে

১. ঘরে বসে অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় পন্য অর্ডার করা যায়।
২. অনলাইনের মাধ্যমেই মূল্য পরিশোধের সুযোগ পাওয়া যায়।
৩. মূল্য পরিশোধের জন্য ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ডসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং ব্যবহার করা যায়।
৪. পন্যের দ্রুত ডেলিভারি পাওয়া যায়।
৫. পন্য হাতে পেয়েও মূল্য পরিশোধেরও সুযোগ রয়েছে।
৬. পন্য ক্রয়ের ক্ষেত্রে পরিশ্রম কম হয় এবং প্রচুর সময় বাঁচানো যায়।


ব্যবসায়িক ক্ষেত্রে

১. অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা যায়।
২. অনলাইনের মাধ্যমেই মার্কেটিং করার ব্যবস্থা রয়েছে।
৩. সহজেই গ্রাহকদের কাছে পন্য সেবা পৌঁছানো যায়।
৪. বড় ধরনের কোন অফিসের প্রয়োজন হয় না।
৫. অনেক কর্মকর্তা রাখার প্রয়োজন হয় না।
৬. ব্যবস্যা পরিচালনা করা সহজ এবং লভ্যাংশের পরিমান বেশি।

0 comments:

Post a Comment