Apr 30, 2014


Android ব্যবহারকারীরা নিয়ে নিন দারুন একটি অ্যাপস, এবার পরীক্ষা করুন আপনার টাইপিং এর গতি


সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে টিউনটি শুরু করছি । অন্যান্য টিউনের মতই নতুন কিছু উপহার দেবার আশায় Android ব্যবহারকারীদের জন্য এই টিউন । Android ডিভাইস মানেই লেখা-লেখির কারখানা । একটু চিন্তা করলেই বুঝতে পারবেন, প্রতিদিন কি পরিমান লেখা-লেখি করে থাকেন আপনার ডিভাইসটি দিয়ে । কিন্তু সবার টাইপিং এর গতি সমান নয়, কেউ অনেক দ্রুত টাইপিং করতে
পারেন, কেউ আবার ধীরে, আবার অনেকেই আছেন যারা টাইপিং এর সময় অনেক স্পিলিং এ ভুল করে থাকেন । তাই আপনার টাইপিং কতটা গতিময়, আপনি কি পরিমান ভুল করেন টাইপিং এর সময় এবং টাইপিং এর গতি বৃদ্ধির উদ্দেশেই আজকের অ্যাপসটি শেয়ার করবো । কম্পিউটারে অনেকেই হয়তো টাইপিং মাষ্টার সফটওয়্যারটি ব্যবহার করছেন, আর এটি Android এর জন্য সেই ধরনেরই একটি অ্যাপস ।

Typist: A Quick Typing Test

অ্যাপসটির নাম Typist: A Quick Typing Test । আপনি কতটা দ্রুত টাইপ করতে পারেন, এই অ্যাপসটি তার পরিক্ষার নিবে । অ্যাপসটি আমি ব্যবহার করে, দ্রুত টাইপিং এর ক্ষেত্রে অনেক সহযোগিতা পাচ্ছি, আশা করি আপনারাও পাবেন । অ্যাপসটিতে রয়েছে ১০ ধরনের টাইপিং টেস্ট, প্রতি টেস্টের ক্ষেত্রে  ১, ২, ৩ মিনিট নির্ধারণের অপশন পাবেন এবং টেস্ট শেষে বিস্তারিত ফলাফল দেখতে পাবেন । অ্যাপসটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে প্লে স্টোরে ভিজিট করুন । অ্যাপসটির রেটিং 4.2 এবং প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন ।





টিউন বিষয়ক জিজ্ঞাসার জন্য কমেন্ট করবেন অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন ।

0 comments:

Post a Comment