সম্প্রতি ইন্টারনেট এক্সপ্লোরার ওয়েব ব্রাউজারে একটি সফটওয়্যার ত্রুটি বা বাগ দেখা দিয়েছিল। দ্রুত বাগটি দূর করার ব্যবস্থা নিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। কিন্তু ৮ এপ্রিল থেকে
এক্সপির সার্ভিস বন্ধ করে দেওয়ার ফলে এক্সপি ব্যবহারকারীরা এই বাগ থেকে রেহাই পাচ্ছেন
না। খবর রয়টার্সের।
গবেষকেরা ধারণা করছেন, এখনো বিশ্বে ১৫ থেকে ২৫ শতাংশ কম্পিউটারে উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহূত হচ্ছে।
২৬ এপ্রিল শনিবার ওয়েব ব্রাউজারে বাগ দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় মাইক্রোসফট। ইন্টারনেট এক্সপ্লোরারের ৬ থেকে ১১ সংস্করণের সবগুলোতেই এ বাগ দেখা গেছে। নেট মার্কেটশেয়ার নামে এক প্রযুক্তি গবেষণাপ্রতিষ্ঠানের ভাষ্য, বর্তমানে পিসি ব্রাউজারের শতকরা ৫৫ ভাগই ইন্টারনেট এক্সপ্লোরারের এই সংস্করণগুলো ব্যবহূত হচ্ছে।
সাইবার নিরাপত্তাবিষয়ক সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান ফায়ারআইয়ের গবেষকেরা জানিয়েছেন, ইন্টারনেট এক্সপ্লোরারের সফটওয়্যার ত্রুটি বা বাগ কাজে লাগিয়ে হ্যাকাররা এর মধ্যে ‘অপারেশন ক্লানডেসটিন ফক্স’ নামের কর্মসূচি শুরু করেছে। হ্যাকাররা বিভিন্ন প্রতিষ্ঠানে হামলাও চালিয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
এ ধরনের সাইবার হামলা ঠেকাতে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার এড়ানোর পরামর্শও দিয়েছেন ফায়ারআইয়ের গবেষকেরা।
হ্যাকারদের আক্রমণের কথা স্বীকার করে মাইক্রোসফট জানিয়েছে, এ ধরনের বাগ ব্যবহার করে হ্যাকাররা পুরো সিস্টেমকে আক্রান্ত করে এবং নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে এবং তথ্য মুছে দেওয়া, ভাইরাস ইনস্টল করা, নতুন অ্যাকাউন্ট খোলা, তথ্য চুরির মতো ঘটনা ঘটাতে পারে।
হ্যাকাররা কীভাবে ইন্টারনেট এক্সপ্লোরারের ত্রুটি কাজে লাগিয়ে হ্যাক করছে, সে বিষয়ে মাইক্রোসফট বা ফায়ারআইয়ের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। অবশ্য, মাইক্রোসফট কর্তৃপক্ষ এক্সপি ব্যবহারকারীদের দ্রুত এক্সপি ছেড়ে উইন্ডোজ ৭ বা তার পরবর্তী কোনো সংস্করণে আপগ্রেড করে নিতে পরামর্শ দিয়েছে। কারণ তাদের দাবি, মাইক্রোসফট এখন কোনো প্যাচ আপডেট করলেও উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীদের কোনো কাজে লাগবে না।
0 comments:
Post a Comment