Apr 29, 2014


ফেসবুকের সংবাদ সেবা চালু



সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক এবার চালু করেছে সংবাদসেবা। সংবাদ সংস্থা ও সাংবাদিকদের জন্য বিশেষ এ সেবা। সম্প্রতি ‘ফেসবুক নিউজওয়্যার’ নামের এ সেবাটি চালুর ঘোষণা দেওয়া হয়। নতুন সেবা দিতে নিউজ করপোরেশনের মালিকানাধীন স্টোরিফুলের সঙ্গে
যৌথভাবে কাজ করবে ফেসবুক। সংস্থাটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের টাইমলাইন থেকে ছবিসহ সংবাদ সংগ্রহ করে সেসব সংবাদ পরিবেশন করবে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সংবাদের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিদিন ফেসবুকে প্রায় কয়েক কোটি ব্যবহারকারী নানাভাবে ফেসবুকে সংবাদ দিচ্ছেন, আবার সংবাদ শেয়ার করছেন।
ফেসবুক ছাড়াও জনপ্রিয় খুদে ব্লগ লেখার সাইট টুইটার, ভিডিও দেখার সাইট ইউটিউব, গুগলের সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাসে হাজারো সংবাদ প্রকাশিত হচ্ছে। ফেসবুকের নিউজ এবং গ্লোবাল পার্টনারশিপ বিভাগের পরিচালক অ্যান্ডি মিশেল জানান, ‘ফেসবুকে যুক্ত ব্যবহারকারীরা এক জায়গায় থাকায় সংবাদ খোঁজার বিষয়টি এখন অনেক সহজ হয়ে গেছে। এ সংবাদগুলোকে আরও সহজে সংবাদ সংস্থা কিংবা সাংবাদিকদের কাছে পৌঁছাতে চালু করা হয়েছে ফেসবুক নিউজওয়্যার।’
ব্যবহারকারীদের শেয়ার করা কিংবা নানাভাবে প্রকাশিত সংবাদগুলো থেকে স্টোরিফুল প্রয়োজনীয় বিভিন্ন সংবাদ সংগ্রহ করবে। তবে সংবাদ, ছবি ও ভিডিও সংগ্রহের আগে কপিরাইটের বিষয়টি পরীক্ষা করা হবে বলে জানা গেছে।
ফেসবুক নিউজওয়্যারের নানা খবর পাওয়া যাবে FB Newswire পেজে । 




তথ্যসুত্রঃ- প্রথম আলো

0 comments:

Post a Comment