২০১০ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০১২ সালের জুন মাস পর্যন্ত বিক্রি হওয়া এইচপি ও কমপ্যাক্ট নোটবুক, ডকিং স্টেশনের ক্ষেত্রে চার্জিং কর্ডের সমস্যা রয়েছে বলেও স্বীকার করেছে এইচপি। এমন ঝুঁকি এড়াতে প্রায় ৬০ লাখ ল্যাপটপ চার্জিং কর্ড ফেরত নেওয়ার কথাও জানিয়েছে এইচপি কর্তৃপক্ষ। বার্তা সংস্থা সিএনএন এক খবরে এ তথ্য জানিয়েছে।
এইচপি জানিয়েছে, এই কর্ডগুলো অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যেতে পারে। এখন পর্যন্ত এ ধরনের ২৯ টি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে দুবার পুড়ে যাওয়া ও ১৩ বার এর কারণে সম্পত্তি বিনষ্টের অভিযোগ পাওয়া গেছে।
এইচপি কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি অনলাইন টুল সরবরাহ করেছে যেখান থেকে কর্ড পরিবর্তন করার প্রয়োজন হবে কিনা তা জেনে নিতে পারবেন এইচপির ল্যাপটপ ব্যবহারকারীরা। আর এক্ষেত্রে চার্জিং কর্ড গরম হয়ে যাচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
0 comments:
Post a Comment