পিসিতে ইন্টারনেট কানেকশন দিলে অনেক সময় দেখা যায়, ব্যবহার না করা হলেও ডাটা খরচ হচ্ছে । আর যারা লিমিটেড ডাটা প্যাক ইউজ করেন, তাদের জন্য এটা খুব বড় ধরনের সমস্যার সৃষ্টি করে । আর এই সমস্যার মূল কারন হিসেবে রয়েছে, আপনার পিসির উইন্ডোজে সচল থাকা সব আটো আপডেট গুলো । এই আটো আপডেট গুলো ইন্টারনেট কানেশন
পাওয়ার সাথে সাথে দ্রুত গতিতে ডাটা খরচ করিয়ে থাকে । আপনার পিসিতে কোন কোন আটো আপডেট চালু করা আছে সেটা খুঁজে বের করে বন্ধ করা যেমন বিরক্তিকর আবার একটু কম অভিজ্ঞদের কাছে বেশ কষ্টদায়ক । তাই আপনাদের সাথে আমি আজ ছোট একটা সফটওয়্যার শেয়ার করবো যার মাধ্যমে খুব সহজেই বিরক্তিকর সব আটো আপডেট মাত্র এক ক্লিকেই বন্ধ করতে পারবেন ।আপডেট ফ্রিজার
যে সফটওয়্যারটির মাধ্যমে কাজটি করবেন, তার নাম হচ্ছে আপডেট ফ্রিজার । তাহলে প্রথমেই মাত্র ২ মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করেনিন । আমি পোর্টেবল ফাইলটি ডাউনলোড করেছি, আপনারা চাইলে অফিশিয়াল সাইট থেকে ইন্সটলেশন ফাইলও ডাউনলোড করতে পারেন ।
আপডেট ফ্রিজার ডাউনলোড (অফিশিয়াল)
আপডেট ফ্রিজার ডাউনলোড (ড্রপবক্স)
ডাউনলোড শেষ হলে ফাইলটি এক্সট্রাক্ট করুন । এবার ফোল্ডারের মধ্যে থেকে UpdateFreezer ফাইলটি রান করুন ।
সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আপনার পিসির সকল আটো আপডেটের বন্ধ বা সচল অবস্থার তথ্য শো করবে । এবার আপনার প্রয়োজন অনুযায়ী আপডেটার গুলোকে ইনেবল বা ডিসেবল করুন । সব ডিসেবল করতে চাইলে Disable All বাটনে ক্লিক করুন ।
দেখবেন সকল আপডেট একসাথে ডিসেবল হয়ে যাবে তারপর সফটওয়্যারটি ক্লোজ করে দিন ।
আজ এই পর্যন্তই । পরবর্তি আবারও হাজির হবো প্রযুক্তি বিষয়ক আরও অনেক তথ্য নিয়ে । আর হ্যাঁ টিউন কেমন হয়েছে জানাতে ভুলবেন না, আপনাদের উৎসাহই আরও ভালো টিউন উপহার দেয়ার অনুপ্রেরণা যোগাবে । ফেসবুকে আমি ।
0 comments:
Post a Comment