Jun 25, 2015


মাহে রমজান উপলক্ষে গুরুত্বপূর্ণ একটি অ্যাপস (অ্যান্ড্রয়েড+উইন্ডোজ)


রমজান মাসকে প্রত্যেক মুসলমান বিশেষ ভাবে পালন করে থাকেন। রমজান মাসের কিছু বিশেষ দিক রয়েছে যেমনঃ রোজা, সেহরী, ইফতার, তারাবী। আর এই বিষয় গুলোকে ঘিরে স্মার্টফোনের জন্য রয়েছে  মাহে রমজানের বিশেষ অ্যাপস। অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে রমজানের বিভিন্ন বিষয় সম্পর্কে সহজেই জানতে পারবেন।

এই অ্যাপটিতে যেসব ফিচার রয়েছে সেগুলো হলঃ
১। রমজান ক্যালেন্ডার।
২। রোজার নিয়ত।
৩। রোজা ও ইফতারের দোয়া।
৪। রোজার ফজিলত।
৫। রোজা ভঙ্গের কারণসমূহ।
৬। তারাবীহ নামাজের নিয়ত ও তারাবীহ নামাজের নিয়ম সমূহ।
৭। ঢাকা,চট্টগ্রাম,রাজশাহী,বরিশাল,খুলনা,রংপুর ও সিলেট বিভাগ এবং পার্শবর্তী জেলার সময়সূচী অন্তর্ভূক্ত রয়েছে।
৮। সম্পূর্ণ অ্যাপটি বাংলায় দেখা যাবে।
৯। অ্যাপটিতে টাইমার রয়েছে।
1
2
3

মাহে রমজান অ্যাপস ডাউনলোড লিংক (অ্যান্ড্রয়েড)

মাহে রমজান অ্যাপস ডাউনলোড লিংক (উইন্ডোজ)

0 comments:

Post a Comment