Mar 8, 2016


হার্ডডিস্ক ফরম্যাট করে ফেলুন সাধারন নোটপ্যাড দিয়েই

নোটপ্যাড সাধারন সফটওয়্যার মনে হলেও এটা দিয়ে অনেক জটিল সব কাজ করা যায়। ঠিক তেমনি একটা নোটপ্যাড ট্রিক্স শেয়ার করবো আজ আপনাদের সাথে। এই ট্রিক্সের মাধ্যেমে ছোট একটি কোড নোটপ্যাডে লিখে নিমেষেই হার্ডডিস্ক ফরম্যাট করে ফেলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।
১- প্রথমে নোটপ্যাড ওপেন করুন।
২- নিচের কোডটি কপি পেষ্ট করুন।
01001011000111110010010101010101010000011111100000
৩- এবার যে কোন নামের শেষে .EXE এক্সটেশন দিয়ে সেভ করুন।
এখন এই ফাইলে ডাবল ক্লিক করলেই পুরো হার্ডডিস্ক ফরম্যাট হয়ে যাবে।

নির্ধারিত একটি ড্রাইভ ফরম্যাট করতে নিচের কোডটি লিখে .bat এক্সটেনশন দিয়ে সেভ করুন।
format C: /v /x
দ্রুত ফরম্যাটের জন্য format C: /v /q /x লিখুন।
এখনে, /q = দ্রুত ফরম্যাট,  /v = ভলিউম লেভেল, /x = ড্রাইভ ফরম্যাট।

বিঃদ্রঃ- হার্ডডিস্কে সবারই প্রয়োজনীয় তথ্য থাকে, তাই কারও ক্ষতির উদ্দেশ্যে এই ট্রিক্স ব্যবহার করবেন না।

0 comments:

Post a Comment