Mar 18, 2014


Android ব্যবহারকারীরা নিয়ে নিন দারুন একটি অ্যাপস, যা লিখবেন সবই সেভ হয়ে থাকবে

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের Android বিষয়ক টিউন শুরু করছি । চেষ্টা করছি নিয়মিত আপনাদেরকে Android বিষয়ক টিউন উপহার দিতে, আর সেই ধারাবাহিকতায় আজকের এই টিউন । এই টিউনে আপনাদেরকে উপহার দিবো অনেক দারুন
একটি অ্যাপস । তাহলে চলুন দেখি কি অ্যাপস রয়েছে এই টিউনে ।

টাইপ মেশিন (Type Machine)

আজ আপনাদেরকে যে অ্যাপসটি উপহার দিবো তার নাম হচ্ছে টাইপ মেশিন । এই অ্যাপসটি আপনার Android ডিভাইসে ইন্সটল করা থাকলে, ডিভাইসে যা লেখা হবে সবই সেভ হয়ে থাকবে । আপনার প্রিয় Android ডিভাইসটি দিয়ে হয়তো অনেক গুরুত্বপূর্ণ লেখা-লেখি করে থাকেন । অনেক সময় দেখা যায়, লেখা-লেখি সময় হঠাৎ করে ডিভাইস হ্যং হতে পারেন, অ্যাপস ক্রাশ করতে পারে বা ভুল বশত লেখাটি মুছেও যেতে পারে, সে ক্ষেত্রে আপনার মূল্যবান সময় এবং কষ্ট করে লেখা দুটোই বিফলে যাবে । কিন্তু টাইপ মেশিন অ্যাপসটি ব্যবহারের মাধ্যমে আপনি সেই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এবং অ্যাপসটি ওপেন করেই আপনার সেই গুরুত্বপূর্ণ লেখাটি পেতে পারবেন । প্লে স্টোরে অ্যাপসটির রেটিং 4.7 এবং মূল্য $2.07 । অ্যাপসটি সম্পর্কে আরোও বিস্তারিত প্লে স্টোর থেকে দেখে নিতে পারেন ।
টিউনের ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন । এবং আপনাদের উৎসাহই, পরবর্তীতে ভালো টিউন উপহার দেওয়ার অনুপ্রেরণা যোগাবে ।  টিউন বিষয়ে কমেন্ট করবেন অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন,  ফেসবুকে আমি ।