Mar 17, 2014


Android ব্যবহারকারীদের জন্য দারুন একটি ক্রিয়েটিভ ফটো এডিটিং অ্যাপস



সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে টিউনটি শুরু করছি । আশা করি সবাই ভালো আছেন । আমিও ভালো আছি, আর তাই আপনাদের জন্য নিয়ে এলাম অত্যান্ত দারুন একটি Android অ্যাপস । বর্তমান সময়ে  Android ফোনে ভালো মানের ক্যামেরা থাকার কারনে,
ব্যবহারকারীরা ফোন দিয়ে প্রচুর ছবি তুলে থাকেন । আবার Android ফোন দিয়েই ছবিকে এডিটিং করার জন্য রয়েছে, অনেক দারুন দারুন ফটো এডিটিং অ্যাপস । আর সেই অ্যাপস গুলোর মধ্য থেকে, ১টি দারুন ক্রিয়েটিভ ফটো এডিটিং অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দেবো ।

হ্যান্ডি ফটো (Handy Photo)

Handy Photo অনেক সুন্দর একটি ফটো এডিটিং অ্যাপস । অ্যাপসটি ব্যবহার করে আমার অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদেরও লাগবে । প্লে স্টোরে অ্যাপসটির রেটিং 4.4 এবং মূল্য $2.1.4 । অ্যাপসটি ব্যবহার করে ফটোতে বিভিন্ন ধরনের কাজ করা যায়, যেমনঃ- কালার অ্যাডজাস্টমেন্ট, ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ দূর করা, বিভিন্ন ধরনের ফিল্টারের ব্যবহার, ছবির অংশ বা অবজেক্ট মুভ করা এবং বিভিন্ন ধরনের ফ্রেম অ্যাড করা ইত্যাদি । তারপরও দেখেনিন অ্যাপসটির প্রধান ফিচারসমূহ ।

প্রধান ফিচারসমুহঃ-

★ Global and local tone and color correction options
★ Partial application option in Filters tool
★ Advanced retouching technology for mobile platforms
★ Move Me technology for smart objects extraction and moving
★ Magic Crop tool with unique photo “un-cropping” function
★ High-quality textures and frames
★ 100% size image editing
★ Up to 36 MP image support
★ RAW format support
★ Optimized for multi-core and GPU processors
★ Stylish and intuitive UI

সাপোর্টিং ডিভাইসঃ-

Android 2.3 or higher and supporting ARMv7
টিউনের ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন । এবং আপনাদের উৎসাহই, পরবর্তীতে ভালো টিউন উপহার দেওয়ার অনুপ্রেরণা যোগাবে ।  টিউন বিষয়ে কমেন্ট করবেন অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন,  ফেসবুকে আমি ।