সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে টিউনটি শুরু করছি । ব্যস্ততার কারনে গত বেশ কিছু দিন টিউন করা হয়নি । আশা করি সবাই অনেক ভালো আছেন । এই টিউনে Android ব্যবহারকারীদের জন্য থাকছে অনেক দারুন ২টি লাইভ ওয়ালপেপার । লাইভ ওয়ালপেপার সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই । Android ফোনে লাইভ ওয়ালপেপার, ফোনের সৌন্দর্য বাড়িয়ে অনেক আকর্ষণীয়
My Name Live Wallpaper
লাইভ ওয়ালপেপারটির নাম My Name Live Wallpaper হলেও, এতে পছন্দের নামের পাশাপাশি পছন্দের ছবি যুক্ত করার ব্যবস্থা রয়েছে । তাই ফোনের স্ক্রিনে নামের সাথে পছন্দের একটি ছবি চলাফেরা করবে আর সাথে দারুন ইফেক্ট তো রয়েছেই । লাইভ ওয়ালপেপারটিতে ছবির বর্ডার কালার, ইফেক্ট পরিবর্তনসহ অনেক অপশন রয়েছে । এই লাইভ ওয়ালপেপারটি ব্যবহার করে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদেরও লাগবে । এটি প্লে স্টোরে ফ্রিতে পাওয়া যাবে, রেটিং 4.2 ।
My Pictures Live Wallpaper
এই লাইভ ওয়ালপেপারটিতে আপনি আপনার পছন্দের ছবির ফোল্ডার সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ একসাথে অনেক ছবি সিলেক্ট করার সুবিধা পাবেন । এটিতে স্লাইড শো ইন্টারভাল, ব্যাকগ্রাউন্ড কালার সহ ফ্রেম রেট পরিবর্তনের অপশন রয়েছে । এই লাইভ ওয়ালপেপারটিতে পছন্দের সিলেক্ট করা ছবি গুলো হোম স্ক্রিনে বিভিন্ন ইফেক্টে চলাফেরা করতে থাকে । এটিও প্লে স্টোর থেকে বিনামূল্যে পাওয়া যাবে এবং রেটিং 4.3 ।
টিউনের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন । টিউন বিষয়ক জিজ্ঞাসার জন্য কমেন্ট করবেন অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন । ফেসবুকে আমি । আমার ব্লগ ।
0 comments:
Post a Comment