৪৪% টুইটার অ্যাকাউন্টধারী একবারও টুইট করেননি। আচ্ছা আপনার কি টুইটার অ্যাকাউন্ট আছে? আপনি কি সেই অ্যাকাউন্ট একবারও ব্যবহার করেছেন? জানেন কি টুইটারে অ্যাকাউন্টধারীদের প্রায় অর্ধেক একবারও টুইট করেননি? নতুন এক সমীক্ষায় উঠে এসেছে এই
তথ্য। সারা পৃথিবীতে ৯৭৪ মিলিয়ন ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট আছে। তাদের মধ্যে ৪৪% একবারের জন্যও তাদের সেই অ্যাকাউন্ট ব্যবহার করেননি।
টুইটার অ্যানালিটিক কম্পানি টোপচার্টস দেখেছে ৪২৯ মিলিয়ন টুইটার ব্যবহারকারী একটাও টুইট করেননি এখন পর্যন্ত। বেশির ভাগই তাদের টুইটার অ্যাকাউন্ট টাকে অন্যদের করা টুইট দেখার জন্য ব্যবহার করেন। অনেকে অ্যাকাউন্ট তৈরি করে ভুলেই যান তাদের সেই অ্যাকাউন্টের অস্তিত্বের কথা।
টোপচার্টসের ডেটা অনুযায়ী ৩০% টুইটার অ্যাকাউন্টসধারী ১ থেকে ১০টার বেশি টুইট করেননি কোনো দিন। মাত্র ১৩%-এর টুইটের সংখ্যা ১০০ বা তার বেশি।
দ্য নেক্সটোয়েবের সমীক্ষা অনুযায়ী ২০১৩ সাল অবধি ২৪১ মিলিয়ন ইউজার সক্রিয়ভাবে এই মাইক্রোব্লগিং সাইটি ব্যবহার করেন।
সূত্র : জিনিউজ
0 comments:
Post a Comment