পুরনো চাকরিতে মন টিকছে না? নতুন চাকরি খুঁজছেন? তাহলে নিয়মিত আপডেট করুন নিজের ফেসবুক প্রোফাইল। সম্প্রতি এক গবেষণা বলছে এমনই কথা। বলা হচ্ছে, একজন চাকরি প্রার্থী কতটা কাজের, তা যাচাই করতে কর্তৃপক্ষের ভরসা হতে পারে ফেসবুক প্রোফাইল।
আবার এও বলা হচ্ছে, প্রোফাইলে আপত্তিকর বিষয় থাকলে খোয়াতে হতে পারে নিজের চাকরিও।
ভার্জিনিয়ার ওল্ড ডোমিনিয়ন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বলছেন, একজন চাকুরি প্রার্থী ইন্টারভিউতে সে নিজের সম্পর্কে শুধু ভালো কথা বলবেন এটাই স্বাভাবিক। কিন্তু তাঁর অতীত কেমন, তিনি কী রকম জীবনযাপন করেন তা জানা যায় না। এক্ষেত্রে ভরসা হতে পারে ফেসবুক। যেখানে ওই একই ব্যক্তি নিজের সম্পর্কে অনেক তথ্য শেয়ার করেন সম-মনস্ক বন্ধুদের সঙ্গে। গবেষণারত কেটেলিন ক্যাভানভ জানিয়েছেন, আমরা প্রার্থীদের অতীত যাচাই করে নিতে পারি এক নিমেষে। আর এক গবেষক রিচার্ড ল্যান্ডার বলেন, সোশ্যাল মিডিয়া একজন মানুষের বাস্তবিক প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে। এই তথ্য কোনও পার্সোনালিটি টেস্টে উঠে আসে না।
গবেষকরা আরও বলছেন, সোশ্যাল মিডিয়ায় প্রার্থীরা নিত্য নতুন চাকরির খোঁজ পেতেই পারেন। কিন্তু প্রোফাইলের শালীনতা বজায় রাখতে হবে। মদ্যপ হয়ে ছবি পোস্ট করা চলবে না। যৌণ নির্যাতন বা ধর্ষণকে সমর্থন করা যাবে না।
তথ্যসূত্রঃ- কর্পোরেট ।
0 comments:
Post a Comment