Apr 28, 2014


পরবর্তী আইওএসের তথ্য ফাঁস



অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএসের পরবর্তী সংস্করণ আইওএস-৮-এর নানা তথ্য ইন্টারনেটে ছড়িয়ে গেছে। কেমন হবে আইওএসের পরবর্তী সংস্করণ, কী কী সুবিধা থাকবে এমন তথ্য নিয়ে একটি ভিডিও ফাঁস হয়ে গেছে সম্প্রতি। এতে আরও দেখানো হয়েছে নতুন
আইফোন ৬ কেমন হতে পারে এবং সেটার আইওএস ৮-এ কী কী থাকবে।
নতুন যে সুবিধাগুলো আইওএস-৮-এ থাকতে পারে, সেসবের মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে হেলথবুক। বর্তমানে থাকা পাসবুকের মতোই নতুন এ অ্যাপটি আইওয়াচ ব্যবহারকারীদের স্বাস্থ্যের তথ্য নিয়ে স্বয়ংক্রিয়ভাবে ফলাফল দেখাতে সক্ষম। এর মাধ্যমে হূৎ কম্পন, রক্তের চিনি, উচ্চ রক্তচাপ, ফিটনেস ইত্যাদির তথ্য জানা যাবে। নিখুঁত ফলাফল পেতে আইওয়াচ নিয়েও চলছে নানা গবেষণা। এ যন্ত্রটিকে এমনভাবে তৈরির চেষ্টা করা হচ্ছে, যাতে স্বাস্থ্যের মৌলিক বিষয়গুলোর সঠিক তথ্য পাওয়া যায়।
আইওএস-৭ নোটিফিকেশনে রয়েছে তিনটি ট্যাব, যা আইওএস-৮-এ দুটি করা হয়েছে। এ ছাড়া নোটিফিকেশন ট্যাব থেকে দ্রুত বার্তা, ই-মেইল, ক্যালেন্ডার এবং আবহাওয়ার তথ্য পাওয়ার সুবিধাও রাখা হয়েছে। যুক্ত হয়েছে ওয়াই-ফাই ভিত্তিক কারপ্লে সুবিধা। এ ছাড়া গাড়ি চালানোর সময় স্বয়ংক্রিয় এবং সহজে আইফোন লক করার সুবিধাও থাকছে। তবে বরাবরের মতো সবকিছুই এখনো শুধু ‘উড়ো খবর’। এ বিষয়ে অ্যাপল মুখ খোলেনি। আগামী জুনে অনুষ্ঠেয় ‘অ্যাপলের ডব্লিউডব্লিউডিসি ২০১৪’ শীর্ষক প্রোগ্রামারদের সম্মেলনে আইওএস ৮ ছাড়ার ঘোষণা দেওয়া হবে।

তথ্যসূত্রঃ- প্রথম আলো


0 comments:

Post a Comment