May 4, 2014


Android ব্যবহারকারীরা নিয়ে নিন দারুন একটি অ্যাপস, খুব সহজেই শর্ট করুন যে কোন ইউআরএল


সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি । এই টিউনে আপনাদেরকে উপহার দেবো অনেক সুন্দর একটি অ্যাপস । অ্যাপসটি ব্যবহার করে খুব সহজে এবং দ্রুততার যে কোন ইউআরএল কে শর্ট করতে পারবেন । আমরা বিভিন্ন প্রয়োজনে অনেক
ইউআরএল শর্ট করে থাকি, তাই আশা করছি অ্যাপসটি আপনাদের বেশ কাজে আসবে । তাহলে চলুন পরিচিত হই অ্যাপসটির সাথে ।

ইউআরএল শর্টেনার (URL Shortener)

অ্যাপসটির নাম URL Shortener । অ্যাপসটির নামেই তার কার্য বহন করছে, তাই এর সম্পর্কে বেশি বলার প্রয়োজন হবে না । অ্যাপসটি ব্যবহার করে যে কোন ইউআরএল দ্রুত শর্ট এবং শেয়ার করা যাবে এবং অ্যাপসটির মাধ্যমে করা সকল শর্ট ইউআরএল এর তথ্য জমা থাকবে । অ্যাপসটির রেটিং 4.5 এবং প্লে স্টোর থেকে বিনা মূল্যে ডাউনলোড করতে পারবেন । তাই অ্যাপসটি যারা এখনও ব্যবহার করেননি, তার দ্রুত ডাউনলোড করেনিন এবং নিচের স্ক্রিনশট থেকে কার্য পদ্ধতি দেখেনিন ।
বক্সে কাঙ্ক্ষিত URL দিয়ে, ডান পাশের ইউআরএল বাটনে ক্লিক করুন
কাঙ্ক্ষিত URL শর্ট হয়ে গেলে তার উপরে ক্লিক করুন
এবার শর্ট URL টি ওপেন, কপি, শেয়ার ও সেভ করার অপশন পাবেন

0 comments:

Post a Comment