May 9, 2014


Android ব্যবহারকারীরা নিয়ে নিন দারুন একটি প্রিমিয়াম টুলস অ্যাপস, এবার খুব সহজেই স্ট্যাটাস বারে বা ফ্লোটিং ভাবে দেখুন সিস্টেম সম্পৃক্ত তথ্য



সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে টিউনটি শুরু করছি, আশা করি সবাই অনেক ভালো আছেন । অন্যান্য টিউনের মতই এই টিউনেও আপনাদের জন্য সুন্দর এবং কাজের একটি অ্যাপস নিয়ে হাজির হয়েছি । আজকে যে অ্যাপসটি উপহার দিবো, তার মাধ্যমে
আপনার Android ডিভাইসের সিস্টেম সম্পৃক্ত বিভিন্ন তথ্য খুব সহজে স্ট্যাটাস বার হতে বা ফ্লোটিং ভাবে দেখতে পারবেন । তাহলে চলুন অ্যাপসটির সাথে পরিচিত হই ।

Cool Tool Pro

অ্যাপসটির নাম Cool Tool Pro । অ্যাপসটি আসলেই অনেক কুল যা ব্যবহার করলেই বুঝতে পারবেন । অ্যাপসটিকে "কুইক সিস্টেম ইনফো" বলা যেতে পারে । অ্যাপসটির মাধ্যমে সিপিইউ ব্যবহার সম্পৃক্ত তথ্য, র‍্যম ব্যবহার সম্পৃক্ত তথ্য, ২জি/৩জি/ওয়াইফাই সম্পৃক্ত তথ্য, ব্যাটারি সম্পৃক্ত তথ্য সহ আরও অনেক বিভিন্ন তথ্য স্ট্যাটাস বার বা ফ্লোটিং ভাবে দেখা যাবে । এই তথ্য গুলি স্ট্যাটাস বারের কোথায় দেখতে চান, সেটা মেনুয়েল ভাবে সেট করতে পারবেন । অ্যাপসটি সম্পর্কে আরও প্লে স্টোর থেকে জেনে নিতে পারেন । অ্যাপসটির রেটিং 4.8 এবং মূল্য $2.98 ।
[বিঃদ্রঃ- যারা অ্যাডভান্স ইউজার এবং Xposed ব্যবহার করেন, তারা অ্যাপসটিকে Xposed এর মোড হিসেবে ব্যবহার করে পজিশন সেট করতে পারবেন ]
Xposed এর মোড হিসেবে ব্যবহার করে পজিশন সেট করা
এইখান থেকে মেনুয়েলি পজিশন সেট করুন
কোন বিষয় সম্পর্কে তথ্য দেখতে চান তা সিলেক্ট করুন
এখান থেকে ইচ্ছামত সাইজ ঠিক করুন
এই অংশটি অ্যাডভান্স ইউজার এবং Xposed ব্যবহারকারীদের জন্য

0 comments:

Post a Comment