Feb 24, 2015

নারীদের জন্য হলো দ্বিতীয় প্রোগ্রামিং কর্মশালা


কম্পিউটার প্রোগ্রামিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে স্বেচ্ছাসেবী সংগঠন কোড ইট গার্ল দ্বিতীয়বারের মতো আয়োজন করল প্রোগ্রামিং শেখার কর্মশালা। ২০ ফেব্রুয়ারি রাজধানীর ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ভবনে দিনব্যাপী এই কর্মশালায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২ জন ছাত্রী অংশ নেন। কর্মশালার পৃষ্ঠপোষক ছিল অনলাইন সংগঠন লিভিং অন কোডস এবং সহযোগিতা করেছে দ্বিমিক কম্পিউটিং স্কুল।

বাহুবন্ধনী দেবে জ্বরের সতর্কবার্তা


জ্বর হলে সতর্কবার্তা পাঠিয়ে দেবে, এমন একটি বাহুবন্ধনী (আর্মব্যান্ড) তৈরি করেছেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। নিজস্ব শক্তিতে চলতে সক্ষম ও পরিধানযোগ্য এই যন্ত্রাংশ (ডিভাইস) শরীরের তাপমাত্রা কোনো কারণে বেড়ে গেলে, সে বিষয়ে সংকেত দিতে সক্ষম।