কম্পিউটার প্রোগ্রামিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে স্বেচ্ছাসেবী সংগঠন কোড ইট গার্ল দ্বিতীয়বারের মতো আয়োজন করল প্রোগ্রামিং শেখার কর্মশালা। ২০ ফেব্রুয়ারি রাজধানীর ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ভবনে দিনব্যাপী এই কর্মশালায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২ জন ছাত্রী অংশ নেন। কর্মশালার পৃষ্ঠপোষক ছিল অনলাইন সংগঠন লিভিং অন কোডস এবং সহযোগিতা করেছে দ্বিমিক কম্পিউটিং স্কুল।
এই কর্মশালায় মূলত ওয়েবসাইট তৈরির প্রাথমিক ধারণা দেওয়া হয়। এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আলোচনা এবং প্রশ্ন করে জেনে নেওয়ার সুযোগ ছিল এতে। পরবর্তী সময়ে প্রোগ্রামিং শিক্ষার বেশ কিছু ওয়েবপোর্টালের পরিচয় তুলে ধরা হয়। কর্মশালাটি পরিচালনা করেন ভ্যানটেজ ল্যাবসের উন্নয়ন ব্যবস্থাপক মোজাম্মেল হক, প্রধান ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনার মোস্তাক আহমেদ, দ্বিমিক কম্পিউটিং স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা তাহমিদ রাফি এবং অ্যাপিনয়েডের সহপ্রতিষ্ঠাতা আশিকুর রহমান মুশফিক।
কর্মশালা শেষে প্রত্যেক অংশগ্রহণকারীর হাতে সনদ তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আবদুল হান্নান চৌধুরী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নোভা আহমেদ, দ্বিমিক কম্পিউটিং স্কুলের তামিম শাহরিয়ার এবং কোড ইট গার্লের অন্যতম প্রতিষ্ঠাতা আফরীন হোসেন।
আফরীন হোসেন জানান, কোড ইট গার্ল তরুণদের প্রতিষ্ঠিত একটি অলাভজনক প্রতিষ্ঠান। ছাত্রীদের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে আগ্রহী এবং প্রোগ্রামিংয়ে তাঁদের দক্ষ করে তুলতে কাজ করে যেতে চায় তাঁরা। পৃষ্ঠপোষকতা এবং প্রয়োজনীয় স্থান পেলে এমন আরও কর্মশালার আয়োজন করার ইচ্ছা তাঁদের।
0 comments:
Post a Comment