এই টিউনে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, ২০১৫ সালের সেরা কিছু ল্যাপটপের সাথে । যারা আপনাদের কাজের জন্য স্লিম, সুন্দর, পাওয়ারফুল এবং দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ সম্বলিত ল্যাপটপ খুঁজচ্ছেন, আশা করি এই টিউনটি আপনাদের সহায়ক হবে । তাহলে কথা না বাড়িয়ে চলুন টিউনের মূল বিষয়ে যাওয়া যাক ।
ডেল এক্সপি ১৩ টাচ
এটি শুধু ১৩ ইঞ্চির একটি ল্যাপটপই নয়, এতে ব্যবহার করা করেছে পৃথিবীর সেরা ভার্চুয়াল বর্ডারহীন অপশনাল টাচ প্যানেল । ৫ম প্রজন্মের কোর আই ৫ প্রসেসর, ৮ জিবি র্যম, উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম এবং প্রায় ১৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপযুক্ত সুন্দর স্লিম এই ল্যাপটপটি সবারই নজর কেড়েছে । ল্যাপটপটি সম্পর্কে আরও বিস্তারিত দেখুন এখানে ।
লেনেভো ইয়োগা ৩ প্রো
সুন্দর ইউনিক ডিজাইনযুক্ত এই ল্যাপটপটি সহজেই ট্যাবলেট মুডে কনভার্ট করা যায় । ইন্টেলের লেটেস্ট প্রসেসর, উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম, চমৎকার টাচ স্ক্রিন এবং ৭ ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপযুক্ত ল্যাপটপটি সেরা একটি অবস্থান দখল করেছে । ল্যাপটপটি সম্পর্কে আরও বিস্তারিত দেখুন এখানে ।
লেনেভো লাভই জেড
০.৭ এবং ০.৯ কেজি হালকা ওজন বিশিষ্ট, দারুন ডিজাইনসহ এই সিরিজের ২টি ল্যাপটপ বাজারে পাওয়া যাবে । ইন্টেল কোন আই ৫ ও ৭, ১৩ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লেযুক্ত এবং সহজে বহনযোগ্য হওয়ায় ল্যাপটপ প্রেমীদের পছন্দের তালিকায় বিশেষ অবস্থান করে রেখেছে । ল্যাপটপটি সম্পর্কে আরও বিস্তারিত দেখুন এখানে ।
এইচপি ইলাইট ফোলিও ১০২০
ইন্টেলের লেটেস্ট প্রসেসর, ৮ জিবি দ্রুত গতির র্যম, ১২.৫ ইঞ্চির এইচডি ফুলটাচ স্ক্রিনযুক্ত ল্যাপটপটি একটি স্পেশাল ইডিশনেও পাওয়া যাবে । দারুন ডিজাইন, ওজনে হালকা এবং দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ সম্বলিত ল্যাপটপটি সহজেই নজর কাড়বে । ল্যাপটপটি সম্পর্কে আরও বিস্তারিত দেখুন এখানে ।
লেনেভো থিংকপ্যাড এক্স২৪০
ইন্টেলের ৪র্থ প্রজন্মের প্রসেসর, ১২.৫ ইঞ্চির মাল্টিটাচ ডিসপ্লে, উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম চালিত, ৮ ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপ এবং সুন্দর ডিজাইন ও ওজনে হালকা এই ল্যাপটপটি বাজারে বিশেষ অবস্থান দখল করে আছে । ল্যাপটপটি সম্পর্কে আরও বিস্তারিত দেখুন এখানে ।
এসার এস্পাইয়ার এস৭
দারুন প্রিমিয়াম ডিজাইন, ইন্টেলের ৫ম প্রজন্মের প্রসেসরযুক্ত ল্যাপটপটির ওজন মাত্র ১.৩ কেজি । ল্যাপটপটির বডিতে ব্যবহার হয়েছে গরিলা গ্লাস এবং এতে পাওয়া যাবে ৮ ঘন্টারও বেশি ব্যাটারি ব্যাকআপ । ল্যাপটপটি সম্পর্কে আরও বিস্তারিত দেখুন এখানে ।
স্যামসাং এটিআইভি বুক ৯ প্লাস
১৩.৩ ইঞ্চির সুপার ব্রাইট ফুল এইচডি টাচ ডিসপ্লে, ১১ ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপ এবং প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপটির ওজন ১.৩৯ কেজি । দারুন পারফমেন্সের এই ল্যাপটপটি সহজেই সবার নজর কাড়তে সক্ষম । ল্যাপটপটি সম্পর্কে আরও বিস্তারিত দেখুন এখানে ।
আজ এই পর্যন্তই । পরবর্তি আবারও হাজির হবো প্রযুক্তি বিষয়ক আরও অনেক তথ্য নিয়ে । আর হ্যাঁ টিউন কেমন হয়েছে জানাতে ভুলবেন না, আপনাদের উৎসাহই আরও ভালো টিউন উপহার দেয়ার অনুপ্রেরণা যোগাবে । ফেসবুকে আমি ।
0 comments:
Post a Comment