দীর্ঘ প্রতীক্ষা শেষে অবশেষে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে অ্যাপলের স্মার্টওয়াচ। ‘অ্যাপল ওয়াচ’ নামের এ স্মার্ট ঘড়িটি আগামী ২৪ এপ্রিল থেকে গ্রাহকেরা কিনতে পারবেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অ্যাপল নাইট অনুষ্ঠানে অ্যাপল স্মার্টওয়াচ বাজারে উন্মুক্ত করার ঘোষণা দেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। তিনি জানান, ২৪ এপ্রিল থেকে
গ্রাহকেরা হাতে পাবেন অ্যাপল ওয়াচ এবং ১০ এপ্রিল থেকে ওয়েবসাইটে নতুন এ যন্ত্রের অর্ডার নেওয়া শুরু হবে। নতুন এ স্মার্টওয়াচের দাম হবে ৩৪৯ ডলার থেকে শুরু করে ১৭ হাজার ডলার পর্যন্ত। এরই সাথে সাথে আসুন জেনে নেয়া যাক অ্যাপল ওয়াচের দারুন ১০টি তথ্য ।১. স্ক্রুল এবং জুম
ওয়াচটির ডান পাশে থাকা ক্রাউনটি ঘোরালে ডিসপ্লেতে জুম ইন ও জুম আউট হবে এবং লিস্ট মেনুর ক্ষেত্রে উপরে নিচে উঠা নামা করবে ।
২. হোম
হোমক্রিনে আসার জন্য ডান পাশের ক্রাউনটি একবার প্রেস করতে হবে এবং হোমস্ক্রিন যে কোন অ্যাপস ওপেন করা যাবে ।
৩. সিরি
সিরি হচ্ছে অ্যাপলের ইনটেলিজেন্ট অ্যাসিস্ট্যান্ট যার মাধ্যমে আপনি ভয়েস কমান্ড করতে পারবেন । সিরি এক্টিভ করার জন্য ডান পাশের ক্রাউনটি একবার প্রেস করে কিছুসময় ধরে রাখলেই হবে ।
৪. রিসেন্ট অ্যাপস
রিসেন্ট ইউজ করা অ্যাপস গুলো দেখতে হবে ক্রাউন্টি ডাবল প্রেস করলেই হবে এবং ইচ্ছা করলে যে কোন অ্যাপস ওপেন করা যাবে ।
৫. এক্সেসবিলিটি
ক্রাউনটি পরাপর ৩ বার প্রেস করার মাধমে এক্সেসবিলিটি অপশনে যাওয়া যাবে ।
৬. ফ্রেন্ডস
ডান পাশের বাটনটি সিঙ্গেল ক্লিক করার মাধ্যমে ফ্রেন্ড লিস্ট শো করবে এবং ট্যাপ করার মাধ্যমে কল এবং ম্যাসেজ পাঠানো যাবে ।
৭. পাওয়ার অফ
পাওয়ার অফ করার ক্ষেত্রে আইফোন এবং আইপ্যাডের মতই বাটনটি সিঙ্গেল প্রেস করে কিছুক্ষন ধরে রাখলেই হবে ।
৮. অ্যাপল পে
বাটনটি ডাবল ক্লিক করার মাধ্যমে অ্যাপল পে অপশনে যাওয়া যাবে ।
৯. ক্রিন পরিবর্তন
ডিসপ্লেতে নরমালি সোয়াইপ করার মাধ্যমে ক্রিন পরিবর্তন হবে ।
১০. ফোর্স টাচ
ফোর্স টাচ চালু করতে হলে ডিসপ্লেতে কিছুক্ষন প্রেস করে রাখতে হবে তাহলে সামনে অপশন চলে আসবে ।
আজ এই পর্যন্তই । পরবর্তি আবারও হাজির হবো প্রযুক্তি বিষয়ক আরও অনেক তথ্য নিয়ে । আর হ্যাঁ টিউন কেমন হয়েছে জানাতে ভুলবেন না, আপনাদের উৎসাহই আরও ভালো টিউন উপহার দেয়ার অনুপ্রেরণা যোগাবে । ফেসবুকে আমি ।
0 comments:
Post a Comment