"সেলফি" বর্তমান সময়ের অত্যান্ত জনপ্রিয় একটি শব্দ । আর বর্তমান প্রজন্ম সকালে ঘুম থেকে ওঠে রাতে ঘুমানো পর্যন্ত সেলফি তুলে থাকে । ওয়াসরুম থেকে শুরু করে ক্লাসে, ক্যাম্পাসে, ক্যাফেতে, বন্ধুদের সাথে আড্ডায়, শপিং এ সব জায়গায়ই সিঙ্গেল বা গ্রুপ সেলফি তোলা হয়ে
থাকে । তবে আজ আমি সেলফি নিয়ে লিখছি না, লিখছি সেলফি কে আরও সুন্দর করার
Polaroid Camera Extender Self Portrait Handheld Monopod
হাত বাড়িয়ে সেলফি তোলাটা আপনার কাছে যদি কষ্টকর মনে হয় । তাহলে সেই সমস্যা সমাধানের জন্য এই সেলফি স্টিকটি ব্যবহার করতে পারেন । এই সেলফি স্টিকটির ওজন মাত্র ১ পাউন্ড । এর উচ্চতা ৩৭ ইঞ্চি পর্যন্ত বাড়ানো যায়, এবং গুটিয়ে ৮ ইঞ্চি পর্যন্ত নিয়ে আসা যায় ।
Extendable Selfie Stick with Bluetooth Remote
সেলফি তোলার জন্য এই সেলফি স্টিকটি অনেক সুন্দর । এই সেলফি স্টিকটি ১১ ইঞ্চি থেকে শুরু করে ৪০ ইঞ্চি পর্যন্ত লম্বা করা যায় । তাই হ্যান্ড ব্যাগেই এটা বহন করা যায় । আর সেলফি স্টিকটিতে ব্লুটুথ রিমোর্ট এর ব্যবস্থা থাকায়, সহজে রিমোর্টের বাটন প্রেস করে সেলফি তোলা যায় ।
Dolica Lightweight Monopod
দারুন দেখতে এই সেলফি স্টিকটির সবচেয়ে দুর্দান্ত ফিচার হচ্ছে, এটি ৬৭ ইঞ্চি পর্যন্ত লম্বা করা যায় । ওজনে হালকা এবং সফট হওয়ায় সহজে বহন করা যায় । বর্তমান বাজারে এই সেলফি স্টিকটি বেশ জনপ্রিয়তা পেয়েছে ।
Satechi Bluetooth Smart Selfie Extension Arm
এই সেলফি স্টিকটি মোবাইলের সাথে ওয়্যারলেস সংযোগ তৈরি করতে সক্ষম । এটির মধ্যমে ৩ ফুট দূর থেকে সেলফি তোলা সম্ভব । ট্রিপোড ব্যবহারে অপছন্দ থাকলে, সহজে সেলফি স্টিকের বডিতে থাকা বাটন প্রেস করে ফোনের সাথে কানেক্ট করা যাবে এবং সহজেই সেলফি তোলা যাবে ।
Dreamcatcher Blutooth Selfie Stick
সেলফির জন্য চমৎকার এই সেলফি স্টিকটি ৯.২৫ ইঞ্চি থেকে শুরু করে ৪০ ইঞ্চি পর্যন্ত বাড়ানো যায় । ওজনে হালকা হওয়ায় সহজে বহনযোগ্য । এটির মাধ্যমে ফোনের সাথে ব্লুটুথ কানেক্ট করে সহজেই সেলফি তোলা যায় । সেলফি স্টিকটি $২০.৯৯ মূল্যে অ্যামাজন থেকে কেনা যায় ।
Innogear Selfie Stick
নতুন ডিজাইনের এই সুন্দর সেলফি স্টিকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে । সেলফি স্টিকটি ১০৫ সেঃমিঃ পর্যন্ত বৃদ্ধি করা যায় । সেলফি স্টিকটির বডিতে রিমোর্ট কন্ট্রোল বাটন রয়েছে । এটির মূল্য $২২.৯৯ ।
5IVE Selfie Stick Extendable Handheld Monopod
দারুন সেলফি তুলতে সক্ষম এই সেলফি স্টিকটি বেশ সুলভ মূল্যে পাওয়া যায় । এটির মূল্য মাত্র $৭.৫০ । ওজনে হালকা হওয়ায় সহজে বহন করা যায় । সেলফি স্টিকটি ৪০ ইঞ্চি পর্যন্ত বৃধি করা যায় ।
Optikal SelfiePal Wireless Bluetooth Remote Shutter Stick
ক্যামেরা এবং মোবাইল দুটর জন্যই সেলফি স্টিকটি ব্যবহার করা যাবে । তাই ফটোগ্রাফারদের কাছে এটির বেশ চাহিদা রয়েছে । সেলফি স্টিকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে । দারুন এই সেলফি স্টিকটির মূল্য $১৪.৯৯ ।
Polaroid 40 Selfie Stick Extender
দারুন এই সেলফি স্টিকটির দারুন কিছু ফিচার রয়েছে । এর বডি থেকে সার্টার এবং ক্লিক কন্ট্রোল করা যায় । ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে যে কোন স্মার্ট ফোন এবং আই ফোনেও কানেক্ট করা যায় । এটি এলুমিনিয়ামের তৈরি এবং ৪০ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি করা যায় । সেলফি স্টিকটির মূল্য $৩৯.৯৯ ।
Pov Telescoping Aluminium Extender Selfie Stick
২০১৫ সালের টপ র্যাংকে থাকা সেলফি স্টিক গুলোর মধ্যে ১ম রয়েছে এটি । টেলিস্কোপ ফিচার সমৃদ্ধ সেলফি স্টিকটিতে মোবাইল এবং ক্যামেরা ব্যবহার করা যায় । এটি ৩৬ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি করা যায় । এলুমিনিয়ামের তৈরি সেলফি স্টিকটি ব্যবহারে আরামদায়ক এবং সহজে বহনযোগ্য । সেলফি স্টিকটির মূল্য $৩৯.৯৯ ।
আজ এই পর্যন্তই । পরবর্তি আবারও হাজির হবো প্রযুক্তি বিষয়ক আরও অনেক তথ্য নিয়ে । আর হ্যাঁ টিউন কেমন হয়েছে জানাতে ভুলবেন না, আপনাদের উৎসাহই আরও ভালো টিউন উপহার দেয়ার অনুপ্রেরণা যোগাবে । ফেসবুকে আমি ।
0 comments:
Post a Comment