অ্যাপেল এর ম্যাকবুক এয়ার ১২ (২০১৫) এবং মাইক্রোসফট এর সার্ফেস প্রো ৩ প্রযুক্তি বাজারে একই সঙ্গে সারা ফেলেছে । এই দুটো ডিভাইসেই রয়েছে অসাধারন সব ফিচার । বাজারে দুটো ডিভাইসের একসাথে আগমন এবং প্রায় কাছাকাছি কনফিগারেশনের হওয়ায় ক্রেতাদের মনে
কিছুনা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করেছে । তাই আজকের টিউনে আমি এই দুটো ডিভাইসের
সাইজ
ডিভাইস দুটোর আকার প্রায় কাছাকাছি হলেও, উচ্চাতা এবং প্রসস্থের দিক দিয়ে সার্ফেস প্রো ৩ ম্যাকবুক এয়ার ১২ থেকে কিছুটা এগিয়ে রয়েছে ।
ওজন
কীবোর্ডসহ সার্ফেস প্রো ম্যাকবুক থেকে কিছুটা ভারি এবং কীবোর্ড ছাড়া কিছুটা ওজনে হালকা ।
গঠন
দুটো ডিভাইসই ইউনিক ডিজাইনের হলেও ম্যাকবুকে রয়েছে অ্যালুমিনিয়ামের বডি এবং সার্ফেস প্রো তে ম্যাগনেসিয়ামের বডি ।
কালার
ম্যাকবুক গ্রে, গোল্ড এবং সিলভার কালারে আসলেও সার্ফেস প্রো পাওয়া যাবে শুধু সিলভার কালারে ।
ডিসপ্লে সাইজ
ডিসপ্লে সাইজ প্রায় কাছাকাছি হলেও ম্যাকবুক থেকে সার্ফেস প্রো ৩% বেশি বড় ।
ডিসপ্লে রেজুলেশন
রেজুলেশন এবং পিক্সেল ডেনসিটিতে ম্যাকবুক কিছুটা এগিয়ে রয়েছে সার্ফেস প্রো থেকে ।
ডিসপ্লে টাইপ
দুটো ডিভাইসেরই ডিসপ্লে আইপিএস ।
টাচ স্ক্রিন এবং ট্যাবলেট মোড
টাচ স্ক্রিন এবং ট্যাবলেট মোড শুধু সার্ফেস প্রো তেই রয়েছে যা ম্যাকবুকে নেই ।
টাচ পেন ইনপুট
ম্যাকবুকে টাচ স্ক্রিন না থাকায় শুধু সার্ফেস প্রো তে টাচ পেনের সাহায্যে বিভিন্ন কাজ সহজেই করা যাবে ।
ট্রাকপ্যাড ম্যাটেরিয়াল
সার্ফেস প্রো থেকে ম্যাকবুকের কীবোর্ড প্যানেল বেশ বড় এবং এতে গ্লাস কভারিং করা আছে ।
ডাটা স্টোরেজ
ম্যাকবুক শুধু ২৫৬ এবং ৫১২ জিবিতে পাওয়া গেলেও সার্ফেস প্রো পাওয়া যাবে ৬৪, ১২৮, ২৫৬ এবং ৫১২ জিবিতে ।
মাইক্রো এসডি কার্ড স্লট
সার্ফেস প্রো তে মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করলেও ম্যাকবুকে সেই ব্যবস্থা নেই ।
ইউএসবি পোর্ট
ম্যাকবুকে ইউএসবি পোর্ট টাইপ সি তে পরিবর্তন করায় অপটিক্যাল ডিভাইস কানেক্ট করাতে হলে আলাদা আডেপ্টার প্রয়োজন হবে ।
ব্যাটারি
ম্যাকবুকে ব্যাটারি ব্যাকআপ ১০-১২ ঘন্টা পাওয়া গেলেও সার্ফেস প্রো তে পাওয়া যাবে ৭-৯ ঘন্টা ।
ক্যামেরা
ম্যাকবুকের ক্যামেরায় রেজুলেশন কম হলেও সার্ফেস প্রো তে সামনে ও পিছনে ৫ মেগাপিক্সেল করে ক্যামেরা রয়েছে ।
প্রসেসর
ম্যাকবুক এর তুলনায় সার্ফেস প্রো তে ব্যবহার করা হয়েছে বেশ দ্রুত গতির প্রসেসর ।
গ্রাফিক্স
গ্রাফিক্সের দিক দিয়ে সার্ফেস প্রো থেকে ম্যাকবুক বেশ এগিয়ে রয়েছে ।
র্যম
ম্যাকবুক শুধু ৮ জিবি র্যমের হলেও সার্ফেস প্রো পাওয়া যাবে ৪ জিবি এবং ৮ জিবি র্যমে ।
অপারেটিং সিস্টেম
সার্ফেস প্রো তে থাকছে উইন্ডোজ ৮.১ এবং ফ্রি ভাবে উইন্ডোজ ১০ এ আপডেট করা যাবে এবং ম্যাকবুকে থাকছে ওএস এক্স ।
আজ এই পর্যন্তই । পরবর্তি আবারও হাজির হবো প্রযুক্তি বিষয়ক আরও অনেক তথ্য নিয়ে । আর হ্যাঁ টিউন কেমন হয়েছে জানাতে ভুলবেন না, আপনাদের উৎসাহই আরও ভালো টিউন উপহার দেয়ার অনুপ্রেরণা যোগাবে । ফেসবুকে আমি ।
0 comments:
Post a Comment