৩জি ও ৪জি সম্বলিত ফোনটিতে ব্যবহারিত হয়েছে ২৫ ব্রাইটার, ২০ ওয়াইডার কালারের ট্রু কিউএইচডি আইপিএস ডিসপ্লে। ৫.৫ ইঞ্চির এই ফোনটি পুরো বডির ৭৪.৩% হচ্ছে স্ক্রিন, রেজুলেশন ১৪৪০ x ২৫৬০ ও পিক্সেল পার ডেনসিটি ৫৩৪ এবং স্ক্রিন প্রটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ৪।
এলজি জি৪ এর পিছনে ব্যবহৃত হয়ে ১৬ মেগা পিক্সেল যার ফিচার হিসেবে রয়েছে ফেস ডিটকশন, লেজার অটোফোকাস, অপটিক্যাল ইমেজ, এইচডিআর, জিও ট্যাগিং সাথে ডুয়েল এলইডি ফ্ল্যাশ এবং সামনে রয়েছে ৮ মেগা পিক্সেল ক্যামেরা যা ১০৮০ পিক্সেলের ছবি ধারন করতে সক্ষম।
এলজি জি৪ এর ক্যামেরার চমৎকার ফিচার হচ্ছে কুইক শট। ফোন লক থাকলেও ক্যামেরা ওপেন করা ছাড়াই পিছনের কী তে ডাবল ট্যাপ করেই ছবি ক্যাপচার করা যাবে। আরও রয়েছে গেচার শট এবং পাওয়ারফুল মেনুয়েল কন্ট্রোল সিস্টেম।
দারুন ফিচার ও প্রিমিয়াম ডিজাইনের এলজির নতুন এই ফোনটি ২৮ এপ্রিল অফিশিয়াল ঘোষণার পর ২৯ এপ্রিল থেকে মার্কেটে পাওয়া যাবে বলে ধারনা করা হচ্ছে এবং দাম হবে সম্ভবত $৮২৫ এর কাছাকাছি।
0 comments:
Post a Comment