সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে টিউনটি শুরু করছি । অন্যান্য টিউন গুলোর মতই, এই টিউনেও থাকছে আপনদের জন্য দারুন একটি অ্যাপস । Android ফোনে আমি সব সময় চেষ্টা করি নতুন অ্যাপস ব্যবহার করতে, কারন প্লে স্টোরে রয়েছে অসংখ্য অ্যাপস ।
আর এর মধ্যে কোন অ্যাপস ব্যবহার করে মজা পেলে, আপনাদের সাথেও শেয়ার করতে চেষ্টা করি । টিউনের শিরোনাম দেখে অবশ্যইআমি তোমাকে জানি কিবোর্ড ( IKnowU Keybord)
টিউনের শিরোনামে আমি তোমাকে জানি কিবোর্ড দেখে অনেকেই বিব্রত হতে পারেন, অ্যাপসটির নাম I Know U Keybord বা IKnowU Keybord । কিবোর্ডটি ব্যবহার করে আপনি দারুন স্টাইলে ও সহজ ভাবে টাইপিং করতে পারবেন । কীবোর্ডটিতে রয়েছে দারুন কিছু ফিচার...
যেমনঃ- WordChunking, Word and Phrase Prediction, Auto-correction, Re-correct, Gesturing, AutoLearn, Right or Left Handed Preference, Voice to Text, Multi-keyboards & Themes ইত্যাদি ।
অ্যাপসটির প্লে ষ্টোর রেটিংঃ- 4.2 এবং মুল্যাঃ- $ 0.90 । আরও বিস্তারিত জানতে প্লে ষ্টোরে ভিজিট করুন ।
অ্যাপসটির প্লে ষ্টোর রেটিংঃ- 4.2 এবং মুল্যাঃ- $ 0.90 । আরও বিস্তারিত জানতে প্লে ষ্টোরে ভিজিট করুন ।
টিউনের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন । টিউন বিষয়ক জিজ্ঞাসার জন্য কমেন্ট করবেন অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন ।
ফেসবুকে আমি । আমার ব্লগ ।
0 comments:
Post a Comment